আজ- শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী পিঠা উৎসব

পিরোজপুরে থরে থরে পিঠার পশড়া সাজিয়ে বসে আছে দোকানীরা। হরেক রকমের পিঠা কিনতে ভীর জমাচ্ছেন শিক্ষার্থী অভিভাবকরা। জাতীয় পিঠা উৎসব লোক সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪৩০ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শুরু হয়েছে তিন দিন ব্যাপী পিঠা উৎসব। আজ শনিবার বিকেলে শুরু হওয়া পিঠা উৎসব চলবে আগামী সোমবার পর্যন্ত।

জাতীয় পিঠা উৎসব লোক সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধুবী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।

এ সময় জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন নতুন প্রজন্মের কাছে বাঙ্গালী সাংস্কৃত তুলে ধরতে তাদের এ আয়োজন। প্রতি বছরের ন্যায় জাতীয় পিঠা উৎসব লোক সাংস্কৃতিক পিরোজপুরেও চালু থাকবে। সবাই উৎসব মূখর পরিবেশে জাতীয় পিঠা উৎসব লোক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে।

জাতীয় পিঠা উৎসব লোক সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪৩০ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১২ টি স্টলে পশড়া সাজিয়ে বসেছে বিক্রেতারা। দেশীয় বিদেশী প্রায় ত্রিশ রকমের পিঠা পাওয়া যাবে এই পিঠা উৎসবে। জাতীয় পিঠা উৎসব লোক সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,শিক্ষাঙ্গন,সারাদেশ