সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরদার কামরুজ্জামান চাঁন, সদস্য মহিউদ্দিন মল্লিক নাসির, সদস্য শেখ হাসানুল কবির লীন, সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, আব্দুস সালাম। এ সময় সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জেলা ব্যাপী কর্মীসভা করে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে সদস্য সংগ্রহের যে ফর্ম বিতরণ করেছিলাম সেগুলো যাচাই বাচাই কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আমরা পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়নে সদস্য ফর্ম যাচাই বাচাই কার্যক্রম সম্পন্ন করেছি। দলের যারা বেশি ত্যাগী তাদেরকে আমরা এ গ্রুপে রেখেছি পর্যায়ক্রমে গ্রুপ বি গ্রুপ সি এভাবে রাখা হয়েছে। কাউন্সিলের জন্য আমরা চমৎকার ভাবে সাড়া পেয়েছি। সবাই সানন্দে ফর্ম নিয়ে ফিলাপ করেছে আমরা যাচাই বাচাই করে কাউন্সিলর করবো।



