আজ- মঙ্গলবার, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ৫৩৩টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে

পিরোজপুরে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব পালনে জেলা প্রশাসনের উদ্যোগে আজ রবিবার এক প্রস্তুতি সভা জেলা প্রশাসকের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ নিজ নিজ পুজা মন্ডপে করোনাকালীন সময় স্বাসাস্থ্যবিধি মেনে পূজা অনুষ্ঠানের উল্লেখ করেন। জেলা প্রশাসক জানান, জেলায় এ বছর ৫৩৩টি পূজা মন্ডপে শারদীয় পূজা অনুষ্ঠিত হবে। সভায় আলোচনা শেষে সিদ্ধান্ত হয় যে, প্রতিমা বিষর্জন হবে সন্ধ্যে ৬টায়। লোক সমাগম ছাড়াই, সকলকে মাস্ক পরিহতি থাকতে হবে। পূজাকালীন সময়ে মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থা নিয়োজিত থাকবে।

জেলার ৫৩৩টি পূজা মন্ডপে সরকারি বরাদ্দ হিসেবে ২৬৩ মেট্রিক টন জিআর চাল, হিন্দু কল্যাণ ট্রাষ্ট থেকে ৫০টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫ হাজার টাকা করে এবং জেলা পরিষদ থেকে উপজেলা সদরের পূজা মন্ডপগুলোতে ১০ হাজার টাকা এবং জেলার অন্য মন্ডপগুলোতে প্রতিটিতে ১ হাজার টাকা করে অনুদান দেয়া হচ্ছে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,তথ্য প্রযুক্তি,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ