আজ- শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুর জেলার ৭ টি উপজেলা ক্রিড়া সংস্থাকে পিরোজপুর পৌরসভা সহ জেলা ক্রিড়া সংস্থার অন্তভূক্ত বিভিন্ন ক্লাব সমূহকে ক্রিড়া সামগ্রী প্রদান

পিরোজপুর জেলার ৭ টি উপজেলা ক্রিড়া সংস্থাকে পিরোজপুর পৌরসভা সহ জেলা ক্রিড়া সংস্থার অন্তভূক্ত বিভিন্ন ক্লাব সমূহকে ক্রিড়া সামগ্রী প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে জেলা ক্রিড়া সংস্থার মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ক্রিড়া সামগ্রী ফুটবল প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি আবু আলী মো: সাজ্জাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, জেলা ক্রিড়া কর্মকর্তা আজিম হোসেন, জেলা ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সদস্য এম এ রাব্বানী ফিরোজ, জেলা ক্রিড়া সংস্থার সদস্য আমিরুল ইসলাম মিরন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সকল উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক বৃন্দ।

জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি আবু আলী মো: সাজ্জাদ হোসেন বলেন, পিরোজপুর জেলার সাতটি উপজেলা সকল খেলোয়ারদের খেলার মাঠে ফিরিয়ে আনতে এ ক্রিড়া সামগ্রী প্রদান করা হয়েছে। আমাদের সকলের উচিত খেলার মাঠের দিকে অগ্রসর হওয়া। শিক্ষার্থীদের মেধার পূর্ণ বিকাশে খেলাধুলা বিনোদনের বিকল্প কিছু নেই। তাই সকল অভিভাবকদের উচিত তাদের সন্তানকে খেলার মাঠে পাঠানো।

জেলার মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, নাজিরপুর, নেছারাবাদ, ইন্দুরকানী এবং সদর উপজেলা ক্রিড়া সংস্থাকে ২০ টি করে ফুটবল, পিরোজপুর পৌরসভা কে ১০ ফুটবল এবং জেলা ক্রিড়া সংস্থার অন্তভূক্ত বিভিন্ন ক্লাব সমূহকে ক্রিড়া সামগ্রী ফুটবল প্রদান করা হয়।

 

বিভাগ: অন্যান্য,খেলার খবর,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ