পিরোজপুর জেলা তথ্য অফিস সার্বিক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধকরণ সংগীত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত সংগীত শিল্পীদের পরিবেশনায় জেলা তথ্য অফিস পিরোজপুরের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বুদ্ধকরণ সংগীত অনুষ্ঠিত হয়। বুধবার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ও সদরের মাধ্যমিক বিদ্যালয়ে উদ্ধদ্ধকরণ সংগীত অনুষ্ঠানে সহকারী পরিচালক (সংগীত) শ্যামা সরকার ও তার টিম সংগীত পরিবেশন করেন।
যৌতুক, মাদক,বাল্যবিবাহ ও ইভটিজিং, টাইফয়েড এবং নতুন কুঁড়ি নিয়ে সংগীত পরিবেশন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা তথ্য অফিস উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী ও অন্যান্য সহকর্মীবৃন্দ।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকগণ জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন এই ধরণের উদ্ধুদ্ধকরণ সংগীতানুষ্ঠান আরো বেশি আয়োজন করা যেতে পারে।



