ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে পত্তাশী বাজারে সরকারি খাল দখল করে নির্মাণের অভিযোগে রোববার (১৩ই এপ্রিল) বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। ভুক্তভোগী এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। উপজেলা প্রশাসন সূত্র থেকে জানাযায়, উপজেলার পত্তাশী বাজারে তানভীরুল ইসলাম রানেল তালুকদারের কাছ থেকে সোলায়মান খান নামে এক ব্যক্তি সিকিস্তি জমি কিনেছেন।ওই জমি উপজেলা প্রশাসন পরিমাপ করেন। কিন্তু পরিমাপে সোলায়মান খান তার কেনা জমির মধ্যে ভবন নির্মাণ করেছেন। সরেজমিনে খাল দখল করে ভবন নির্মাণের সত্যতা পাওয়া যায়নি।
এ ব্যাপারে সোলায়মান খান বলেন,কেনা জমির মধ্যে ভবন নির্মাণ করেছি। খর স্রোতের কারণে জমি খালে ভেঙ্গে গেছে। উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।



