নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু। আজ সোমবার সকাল থেকে উজিরপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষ রোপন করেন তিনি।
বৃক্ষরোপণ কার্যক্রমে এছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মন্নান মাষ্টার,ওটরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ , সাবেক সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান রিপন, উজিরপুর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান লিখন, উজিরপুর উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ পনির খান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির, শিকারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মল্লিক,বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হালিম,মোঃ আব্দুস ছালাম হাওলাদার, মাহাবুব কাজী ধলু,তাওহীদ বীন লাবিদ, মোঃ খোকন ডাকুয়া, মোঃ সবুর হাওলাদার,লিমন, জালিস,সুমন,নয়ন, ইমরান বাবু, তাওহীদ রুমীসহ অসংখ্য নেতৃবৃন্দ।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক, পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিম সহ বনজ ফলজ ও ঔষধি বৃক্ষরোপন করা হয়েছে। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সহযোগিতা করুন।