আজ- রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান

বিশেষ প্রতিনিধি : উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (বিশেষ পুরস্কার) নির্বাচিত হ‌লেন পি‌রোজপু‌রের পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান। আজ সোমবার সকা‌লে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের স‌ম্মেলন ক‌ক্ষে বরিশাল রেঞ্জের আগস্ট/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা শে‌ষে পি‌রোজপুর পু‌লিশ সুপার‌কে শ্রেষ্ঠ নির্বা‌চিত করা হয়।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জামিল হাসান ( বিপিএম-সেবা, পিপিএম) এর সভাপতিত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, বরিশাল অতিরিক্ত ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিনান্স), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশাল অধিনায়ক, এপিবিএন- ১০ বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বরিশাল; কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, পিরোজপুরের পুলিশ সুপার, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল পুলিশ সুপার, পিবিআই বরিশাল বিশেষ পুলিশ সুপার, সিআইডি, বরিশাল সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান ( বিপিএম-সেবা, পিপিএম) জানান, অপরাধ পর্যালোচনা সভার মাধ‌্যমে আগস্ট/২০২৩ মাসে, উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ পি‌রোজপু‌র জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমাকে ব‌রিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ( বিশেষ পুরস্কার) নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, গত মাসে পিরোজপুরের ৩টি ক্লু লেস হত্যাকান্ডের রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন করে জেলা পুলিশ। এগুলো হলো ১৭ আগস্ট সন্ধ্যায় স্বর্ণালংকার নেয়ার উদ্দেশ্যে সদর থানার শিকারপুরে হাসি রানী ঘরামীকে হত্যা, ১৮ আগস্ট নাজিরপুর থানার বৈবুনিয়া গ্রামের  কোমেলা বেগমকে ধর্ষন ও অর্থ আত্মসাতের জন্য হত্যা এবং ২ সেপ্টেম্বর ভান্ডারিয়া থানার নিজ ভান্ডারিয়া গ্রামের সাদিয়া আক্তার মুক্তাকে হত্যার ঘটনা।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ