আজ- শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন……………জিয়াউল আহসান গাজী

পিরোজপুরে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন, বক্তৃতা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে রচনা, চিত্রাঙ্কন, বক্তৃতা প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজী। তিনি তার বক্তব্যে বলেন, বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু কাজ করেছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু সেই ছোটবেলা থেকে ছাত্র বয়সে জেল খেটেছিলেন নিজের জন্য না এদেশের বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য তার জীবনের সিংহভাগ সময় কেটেছে কারাগারে। বঙ্গবন্ধু ছিলেন সাধারণ মানুষের নেতা। তিনি যতদিন বেচে ছিলেন সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। জাতির পিতাকে সহ তার পরিবারের সক নির্মমভাবে হত্যা করেছিল। আজ বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের খুনীদের বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবায়ন করতে সকলকে একসাথে থেকে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বাসুদেব হালদার, পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অঞ্জলী রাণী মজুমদার, সাবিনা ইয়াসমিন, মোঃ সোহরাব হোসেনসহ সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সিদ্ধার্থ শংকর হালদার।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,শিক্ষাঙ্গন,সারাদেশ