নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কমিটি ও পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে মাননীয় প্রধান বিচারপতি ও রেজিস্ট্রার জেনারেল মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২০ হাজার কর্মচারীর দীর্ঘদিনের ন্যায্য দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে একটি স্মারকলিপি পেশ করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউজে এ স্মারকলিপি প্রদান করা হয়।
অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ও বরিশালের প্রশাসনিক কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি জনাব হেদায়াতুল নবী খান জাকির, পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ অহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলামসহ বরিশাল বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, বিচার বিভাগীয় কর্মচারীদের প্রাপ্য সুযোগ-সুবিধা, পদোন্নতি, বেতন-ভাতা কাঠামো এবং অন্যান্য ন্যায্য দাবির দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি। স্মারকলিপি প্রদানের মাধ্যমে তারা আশা প্রকাশ করেন যে, মাননীয় প্রধান বিচারপতি এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন।