আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিরোধপূর্ণ চলাচলের পথে পাল্টাপাল্টি বেড়া তুলে দিলেন ইন্দুরকানী থানার ওসি

ইন্দুরকানীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের চলাচলের পথে প্রতিবদ্ধকতা সৃষ্টির জন্য দেয়া বেড়া তুলে দিলেন ওসি। জানা যায়, উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের নুরুল ইসলামের সাথে প্রতিবেশী ইউসুফ হাওলাদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তাই নুরুল ইসলাম প্রতিপক্ষ ইউসুফকে জব্দ করার জন্য তার চলাচলের পথ বেড়া দিয়ে আটকিয়ে দেয়। অপরদিকে ইউসুফ হাওলাদারও পাশর্^বর্তী মাঠে নামার পথে পাল্টা বেড়া দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পরবর্তীতে বিষয়টি ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমানকে জানালে তিনি বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দুইপক্ষের দেয়া বেড়া তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, ইন্দুরকানী থানার এসআই মো: ফরিদ উদ্দিন, পিএসআই মো: জাকির হোসেন, মো: শামীম, ইউপি সদস্য দিপংকর ঢালী সহ স্থানীয় বাসিন্দারা।
এব্যাপারে মো: নুরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমরা দুইপক্ষ পাল্টাপাল্টি চলাচলের পথে বেড়া দিয়ে ছিলাম। কিন্তু ওসি স্যারের মধ্যস্ততায় আমরা বেড়া তুলে ফেলেছি। স্যার আমাদের দীর্ঘদিনের বিরোধ মিটিয়ে দেয়ায় আমরা আনন্দিত।
ইন্দুরকানী থানার ওসি মো: হাবিবুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের চলাচলের পথে নুরুল ইসলাম বেড়া দিয়েছিল। দুই পক্ষকে ডেকে উঠান বৈধক করে আমি সেই বেড়া তুলে দিয়ে উভয়ের মধ্যে শান্তি-শৃংখলা ফিরিয়ে আনি।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ