আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়ায় দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাতে উপজেলার ফুলঝুড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, সাফা বন্দরের আ. মালেক ভুইয়ার ছেলে ফয়সাল ভুঁইয়া (১৬) ও শরণখোলার বানিয়াখালি গ্রামের মিজান হাওলাদারের ছেলে আরাফাত ইসলাম মুইন (১৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ফয়সাল ভুঁইয়াকে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের আলহাজ্ব আবু সাঈদ মোল্লার প্রতিষ্ঠিত মাদ্রাসার জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মোশারেফ হাওলাদারের সাথে বিরোধ চলে আসছিল। এনিয়ে দুইপক্ষ মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় শুক্রবার সকালে উভয়পক্ষকে নিয়ে থানায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অমিমাংসিত ভাবেই শেষ হয়। পরে দুইপক্ষ বাড়ি ফিরে মারমুখি অবস্থান নেয়। এর এক পর্যায় সন্ধ্যায় প্রতিপক্ষ মোশারেফ হাওলাদারের ছেলে মিজানের নেতৃত্বে ১০-১৫ জনের একটিদল দেশীয় অস্ত্র নিয়ে আবু সাঈদ মোল্লার বাড়িতে হামলা করে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাঈদ মোল্লার দুই নাতি ফয়সাল ও আরাফাত গুরুতর জখম হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, এঘটনায় উভয়পক্ষের দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিভাগ: বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ