আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মঠবাড়িয়া উপজেলা নির্বাচনে ৮১টি কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণে প্রস্তুতি সম্পন্ন

চতুর্থ ধাপের স্থগিত হওয়া পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন আজ মঙ্গলবার (১৮ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামীলীগ ও বিদ্রোহী দুই পক্ষ নির্বাচনী দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে পড়লে এ উপজেলায় শান্তি শৃঙ্খলা বিনস্ট হয়। নির্বাচন কমিশন চতুর্থ ধাপের ওই নির্বাচন স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করে। আজ মঙ্গলবার নানা উত্তেজনার ভেতর এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটারদের মাঝে সুষ্ঠু নির্বাচন নিয়ে নানা শঙ্কা থাকলেও প্রশাসন নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করেছে।
গতকাল সোমবার নির্বাচনী প্রস্তুতির শেষ দিনে, আইন শৃংখলা বাহিনীর অংশ গ্রহনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অংশ নেন। শহরের কে এম লতিফ ইনস্টিউশন চত্বরে অনুষ্ঠিত এ প্যারেডে নব নিযুক্ত (গতকাল সোমবার যোগদান করা) জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহম্মেদ মাইনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহ নেওয়াজ, বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতেখারুজ্জামান, নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেন, জেলা কমান্ড্যান্ট আনসার ভিডিপি সাজ্জাদ মাহমুদ, ভিডিপির সহকারী পরিচালক হাসানুজ্জামান প্রমূখ।
ব্রিফিং সেশনে নির্বাচনে দায়িত্বরত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রতিজ্ঞাবদ্ধ হন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মঠবাড়িয়ায় মোট ভোটার সংখ্যা এক লাখ ৮৯ হাজার ৭৮৫জন। ভোট কেন্দ্র মোট ৮১টি। এর মধ্যে ২৪টি ভোট কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ৫৭ টি অধিক গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ ভোট গ্রহনের লক্ষে ১১ স্তরের আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তা বলায় প্রশাসনিক নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে। এতে ৩৮ জন র‌্যাব সদস্য,দশ প্লাটুন বিজিবি সদস্য, ৮২০ পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য ৯৭২ জন, ২০জন ম্যাজিষ্ট্রেট ও নিরাপত্তা বাহিনীসহ ১১ স্তরের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এছাড়াও নানা সেক্টরের নির্বাচন পর্যবেক্ষক মাঠে খাকবেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ জানান, মঠবাড়িয়ায় শান্তিপূর্ণ নির্বাচন অনূষ্ঠানের লক্ষে ব্যাপক প্রশাসনিক প্রস্ততি নেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বচনের লক্ষে প্রশাসন বদ্ধ পরিকর।
সর্বশেষ উপজেলা সার্ভার স্টেশন হতে সংশ্লিষ্ট ভোট কেন্দ্র গুলোতে ভোট গ্রহণের সরঞ্জামাদি বিতরণ করা হয়। এছাড়া নির্বাচনে শৃংখলা সুরক্ষায় উপজেলার ৮টি পয়েন্টে চেক পোস্ট স্থাপন করে গাড়ি ও সন্দেহভাজনদের তল্লাশী চালানো হচ্ছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, ৮১টি ভোট কেন্দ্রে ২৪ টি গুরুত্বপূর্ণ ও ৫৭টি ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ রেখে ১১ স্থরের আইন শৃঙ্খলা বাহিনি নিয়োজিত খাকবে। আশাকরি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে।

এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মোট ৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন।

SONY DSC

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,সারাদেশ