আজ- বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যমুনা লাইন পরিবহন দূর্ঘটনায় পিরোজপুরের মঠবারিয়ায় দুই জনের মৃত্যু : ভান্ডারিয়ার আহত দুই

পিরোজপুরের মঠবারিয়ায় সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-বরিশাল-ভান্ডারিয়া মহাসড়কে যমুনা লইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালের উজিরপুরে গাছের সঙ্গে ধাক্কা খেলে মোঃ নজরুল আকন ও তাহমিনা বেগম নামে দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় কমপক্ষে আরো ১০ জনের মৃত্যু হয় এবং ২৫ জন যাত্রী আহত হয় বলে জানা গেছে।

নিহত মোঃ নজরুল আকন (৩৫) মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নের উত্তর ভেকটি গ্রামের বাসিন্দা এবং একই পরিবারের তাহমিনা বেগম (৩০) রাকিব আকনের স্ত্রী। এ ঘটনায় ভান্ডারিয়া উপজেলার আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন ধাওয়া ইউনিয়নের মোঃ জলিল মৃধা ও মোঃ আনিচ হাওলাদার।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল ইসলাম বাদল জানান, বরিশালের উজিরপুরে যমুনা লাইন পরিবহনের বাস দূর্ঘটনায় মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্রামের একই পরিবারের দুই জন মারা যায়। পরিবারের লোকজন এখনো এ বিষয়ে কোন আইনি প্রকৃয়ার জন্য আবেদন করেনি।

 

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,সারাদেশ