আজ- শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শপথ নিলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র নতুন কমিটির নেতারা

শপথ গ্রহণ করলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সভাপতি মনোয়ার পাঠানকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ। এরপর সভাপতি বাকিদের শপথ পড়ান। শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক ইরেশ যাকের।

প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার বাবুল বিশ্বাস ও ইলিয়াস খান। ছিলেন আপিল বোর্ডের তিন সদস্য ম. হামিদ, কেরামত মাওলা ও তারেক মিন্টুও।

আরও উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডসহ টেলিভিশন নাটক-অনুষ্ঠান সংশ্লিষ্ট সংগঠনের অনেক নেতাকর্মী। তাদের মধ্যে সালাহউদ্দিন লাভলু, ইরেশ যাকের, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু প্রমুখ। উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহা পরিচালক হারুন অর রশিদ।

স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ পর্ব। সভাপতি মনোয়ার পাঠানের কাছে শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, সহ-সভাপতি পদে কাজী নয়ন, মিতু, কাজী সাইফুল, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, শহীদ আলমগীর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অনন্য ইমন, সাংগঠনিক সম্পাদক ফকরুদ্দিন ছোটন, অর্থ-সম্পাদক কে সি পাল, দফতর সম্পাদক নাহিদ নিয়াজী রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এস কে সানজিদ খান প্রিন্স, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির খান, আর্কাইভ বিষয়ক সম্পাদক এস এম মাসুদ করিম (সুজন), আন্তর্জাতিক সম্পাদক এম রেজাউল করিম সজল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সায়েম মিয়া।

কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন), শেখ রুনা, সোহেল আরমান, আইনুল হক আদিল, সঞ্জয় রাজ, মনির পারভেজ।

আইন বিষয়ক সম্পাদক অলোরা আফরিন নেপালে থাকায় তিনি আজ শপথ নেননি।

এর আগে গেল ১৯ মার্চ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় টেলিপ্যাবের নির্বাচন। এবারের নির্বাচনে ২৩৯ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২২৮ জন। মোট ভোটার ছিলেন ২৩৯ জন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,শিক্ষাঙ্গন,সারাদেশ