আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শপথ নিলেন রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে আজ শপথ নিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী।

তার এই শপথের মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসন পূর্ণ হলো। এর আগে ১৬ মে পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও রুমিন ফারহানা একক প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ২৮ মে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব মো. আবুল কাসেম।

গত ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ৬ জন, গণফোরামের ১ জন নির্বাচিত হন।
এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সবাই শপথ নিয়ে সংসদে গেছেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ