আজ- শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img

শহীদ সাংবাদিক তুহিনের দু’সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন বিএমএসএ

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই শিশু সন্তানের শিক্ষার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। শনিবার বিকেলে শহীদ সাংবাদিক তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের নিজ বাড়িতে তার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে পরিবারের সাথে মতবিনিময়কালে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ ঘোষণা দেন।

তাছাড়া তুহিন হত্যা মামলাটি সংগঠনের পক্ষ থেকে বিনা খরচে পরিচালনার আশ্বাস দেন। এছাড়াও দিনব্যাপী গাজীপুর চৌরাস্তা, শ্রীপুরের মাওনা, ভালুকার সিডস্টোর, ত্রিশালে পথসভায় বক্তব্যকালে তিনি বলেন, সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের মধ্যে পলাতক অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক আগামী ৯০ দিনের মধ্যে এ হত্যা মামলার বিচারকার্য সম্পন্ন এবং সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাস্থলকে “সাংবাদিক তুহিন চত্বর” বাস্তবায়ন করতে রাষ্ট্রের কাছে আহবান জানান।

উল্লেখ্য, শনিবার ২৩ আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে অনুষ্ঠিত পথসভা শেষে তুহিনের বাড়িতে তার কবর জিয়ারত, দোঁয়া ও মোনাজাত সম্পন্ন করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর তুহিনের বাবা মা স্ত্রীর খোঁজ খবর নেন এবং দুই সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেন।

এ সময় গাজীপুরের গাছা, বাসন, জয়দেবপুর, কাশিমপুর, কোনাবাড়ী, টঙ্গী, শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল,ময়মনসিংহ সদর, গৌরীপুর, ফুলপুর, নকলা, ফুলবাড়িয়ার কয়েক শত সংবাদকর্মীসহ তুহিনের গ্রামের বাড়ি ভাটিপাড়ার শতশত লোকজন পথসভা ও দোয়ায় অংশ নেন।

এর আগে বিএমএসএফ নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে গাজীপুরের জয়দেবপুর চান্দনা চৌরাস্তাকে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করে শ্রীপুরের মাওনা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশালের পথসভায় যোগদেন।

কর্মসূচিতে ত্রিশাল প্রেস ক্লাব সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান ও আমজাদ হোসেন, সাবেক কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মোঃ আল মাসুম খান, কেন্দ্রীয় নেতা আনোয়ার সাদত জাহাঙ্গীর, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া, মো: হাসান, মৃণাল কান্তি চৌধুরী, ভালুুকা শাখার সভাপতি শফিউল্লাহ আনসারীসহ নেতৃবৃন্দ প্রমুখ।

কর্মসূচি শেষে সংগঠনের নেতৃবৃন্দ বিকেলে শহীদ তুহিনের নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যান। সেখানে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কবর জিয়ারত, দোয়া-মিলাদ ও তবারক বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles