আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পিরোজপুর আওয়ামীলীগের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা আওয়ামীলীগ  কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের  সাবেক প্রচার সম্পাদক এ্যাড. খান মো: আলাউদ্দিন, সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, পৌর আওয়ামীলগের সভাপতি সাদউল্লাহ লিটন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রিয় মসজিদের পেশ ইমাম মালানা আব্দুল্লাহ আল মামুন মুয়াল্লী।

এবসয় বক্তারা বলেন,মানবতার জননী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসছিলেন বলেই আজ আমরা এমন একটি বাংলাদেশ পেয়েছি। ১৯৮১ সালের ১৭ মে তাঁর দুঃসাহসী সিদ্ধান্তের কারণেই আওয়ামী লীগ আজ দল হিসেবে অনেক বেশি শক্তিশালী। দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত মোট ১৭ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। বাংলাদেশে এর আগে কেউ এত বছর সরকারপ্রধান হতে পারেননি। এর বাইরে ১১ বছরেরও বেশি সময় তিনি ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা। দলটি আজ তাঁর নেতৃত্বে সামরিক শাসনের স্মৃতি পেছনে ফেলে দেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে, জাতি হিসেবে বাঙালিকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। আপনি দীর্ঘজীবী হোন হে মহান নেত্রী। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই হোক সবার কামনা। আগামী জাতীয় সংসদ নির্বাচলে আবারো আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশ আওয়ামীলীগকে সরকার গঠনে অগ্রনী ভূমিকা পালন করবো।

 

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ