আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বরুপকাঠী পৌরসভায় নৌকা মার্কার প্রার্থী গোলাম কবির নির্বাচিত

তৃতীয় ধাপে অনুষ্ঠিত পিরোজপুর জেলার স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. গোলাম কবির বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র মো. গোলাম কবির (নৌকা) মার্কা পেয়েছেন ৩ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদন্দী সতন্ত্র প্রার্থী মো. মাহমুদুর রহমান খান (মোবাইল ফোন) মার্কা পেয়েছে ৩ হাজার ১৪৪ ভোট পেয়েছেন বলে জানান রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান।
এছাড়া মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ (ধানের শীষ) মার্কা পেয়েছে ৯৪০ ভোট, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপি’র সাবেক আহবায়ক মো. আবুল কালাম আজাদ (নারিকেল গাছ) মার্কা পেয়েছে ১ হাজার ৯৪৫ ভোট, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী যুবলীগ নেতা শিশির কর্মকার (জগ) মার্কা পেয়েছে ৮৩৪ ভোট ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (লাঙ্গল) মার্কা নিয়ে পেয়েছে ৫১ ভোট।
স্বরূপকাঠি পৌরসভা নির্বাচনে ৬ জন মেয়র প্রার্থী সহ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদন্ধীতা করেছেন। স্বরূপকাঠি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩২৫ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৫৯৬ জন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ