আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক উপলক্ষ্যে পিরোজপুরে কাবাডি খেলা অনুষ্ঠীত

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতিরজনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুর জেলা স্টেডিয়ামে বর্নাঢ্য কাবাডি খেলার ফাইনাল অনুষ্ঠীত হয়েছে। বুধবার সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে কাবাডি ফেডারেশনের উদ্যোগে কাবাডি খেলা অনুষ্ঠীত হয়।

পিরোজপুর জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ.মো: মাসুদুজ্জামান মিলু।

কাবাডির ফাইনাল খেলায় বালক দলে চ্যাম্পিয়ান ও রানারআপ হয়েছে যথাক্রমে ইন্দুরকানী উপজেলা ও পিরোজপুর সদর উপজেলা দল। অন্যদিকে মেয়ে দলে চ্যাম্পিয়ান ও রানার আপ হয়েছে যথাক্রমে ভান্ডারিয়া উপজেলা দল ও পিরোজপুর সদর উপজেলা দল।

বিভাগ: অন্যান্য,খেলার খবর,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ