আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি
  -দিলরূবা পারভীন
স্বাধীনতা তুমি, মুক্তি পাগল ছেলের
‘আসি’ বলে চলে যাওয়া,
তুমি সিক্ত নয়নে অভাগী মায়ের
আমরন পথ চাওয়া।
তুমি বাবার কাঁধে ছেলের লাশ
সবচেয়ে ভারী……… ও বড় দীর্ঘশ্বাস!
স্বাধীনতা তুমি লক্ষ মায়ের
বক্ষ ছেঁড়া ধন,
তুমি রক্তের দামে কেনা এক
অমূল্য রতন।
স্বাধীনতা তুমি স্বামীহারা বধূর
বিলাপ জড়ানো গান,
তুমি সিদুঁর শূন্য বোনের সিঁথি
আর বীরাঙ্গনার মহা সম্মান।
স্বাধীনতা তুমি মুক্তি সেনার বুকে
মৃত্যুর মহা উল্লাশ,
তুমি- “জয় বাংলা” বলে শেষ নি:শ্বাসের
অম্লান এক ইতিহাস।
তুমি মুক্ত মাঠে
 রাখাল ছেলের বাঁশি,
তুমি বাংলা মায়ের মুখে
জয়ের ¯িœগ্ধ হাসি।
স্বাধীনতা তুমি দেশ ও জাতির
বিরাট অহংকার,
লাল সবুজের পতাকা তুমি
তুমি সেরা উপহার।।

বিভাগ: শিক্ষাঙ্গন