আজ- রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

৩১০০ নিবন্ধিত শিশুদের মধ্যে উপহার হিসেবে খাতা কলম বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপি

পিরোজপুরে ৩১০০ নিবন্ধিত শিশুদের বার্ষিক অগ্রগতি মূল্যায়ন ও উপহার হিসেবে খাতা কলম বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপি। আজ রোববার সকালে পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নিবন্ধিত শিশুদের বার্ষিক অগ্রগতি মূল্যায়ন ও উপহার হিসেবে খাতা কলম বিতরণ করা হয়। অনুষ।ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহম্মেদ সাব্বির সাজ্জাদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের  একাডেমী সুপারসভাইজার আমীর হোসেন, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার শারমিন আক্তার, ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপি এরিয়া প্রগ্রাম ম্যানেজার মিল্টন সিং , স্পন্সরশীপ অফিসার  লিউনিডাক বৈদ্য।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুদের উৎসাহ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শিশুরা তার বক্তব্যে উৎসাহিত হয় এবং আনন্দের সাথে উপহার সামগ্রী গ্রহণ করে। শিশু ও অভিভাবকগণ তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন।

এসময় পিরোজপুর পৌরসভা ও শারিকতলা ডুমুরিতলা ইউনিয়নের নিবন্ধিত ৩১০০ শিশুদের শিক্ষা উপকরণ হিসেবে ৭ টি করে খাতা ও ৭টি করে কলম বিতরণ করা হয়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,মিডিয়া,সারাদেশ