আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

spot_img

বাঁধায় পন্ড পিরোজপুরে মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের এক পক্ষের বাধার মুখে পন্ড হয়ে গেছে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা। আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সভা শুরু হলে নবগঠিত কমিটির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সভায় বাঁধা দেয় মুক্তিযোদ্ধাদের একটি অংশ। তাদের বাধায় সভা পন্ড হয়ে যায়।

 

সভা সূত্রে জানা গেছে, গত মাসে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এ কমিটিতে আহবায়ক শহিদুল হক চান, যুগ্ম আহবায়ক ওবায়দুল কবির বাদল এবং সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান।

জেলার ৭টি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বদানকারী অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহনে সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের তৃতীয় তলায় কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে পরিচিতি সভা শুরু হয়।

এরপর কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে অভিযোগ এনে দুপুর পৌনে ১২ টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক আব্দুস সালাম বাতেন সহ আরও কয়েকজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে ২৫-৩০ জন লোক ঢুকে সভায় নবগঠিত কমিটির

বিভিন্ন সদস্যের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে হট্টগোল শুরু করে। এ ঘটনার পর পরিচিতি সভায় অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা সভাস্থল ত্যাগ করলে সভা পন্ড হয়ে যায়।

হট্টগোলের বিষয়টি স্বীকার করে আব্দুস সালাম বাতেন বলেন, আহবায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে তার নাম ছিল। তবে কেন্দ্রীয় সংসদকে ম্যানেজ করে তার নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়া এ কমিটিতে বেশ কিছু লোককে সদস্য করা হয়েছে যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এর প্রতিবাদে তারা পরিচিত সভায় বাধা দিয়েছেন। পিরোজপুরে এসে কেন্দ্রীয় সংসদকে কমিটি করার দাবি জানান তিনি।

এদিকে নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ওবায়দুল কবির বাদলও এ কমিটির একাধিক সদসের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তার দাবি এ কমিটির অনেকই মুক্তিযোদ্ধা ছিলেন না। এছাড়া এদের মধ্যে কেউ কেউ পূর্বে মুক্তিযোদ্ধা সংসদে দায়িত্বে থাকার সময় আর্থিক অনিয়ম করেছিল। এদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।এ সব কারনে তিনি এ কমিটির যুগ্ম আহবায়ক থাকার পরেও তিনি কমিটি প্রত্যাখ্যান করেছেন।

তবে নবগঠিত কমিটির বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে কমিটির আহবায়ক চান দাবি করেন, কেন্দ্রীয় সংসদ পিরোজপুরে এসে যাচাই বাছাই করেই এ কমিটি অনুমোদন দিয়েছে। এক্ষেত্রে প্রভাব বিস্তারের কোন সুযোগ ছিল না।

এছাড়া তারা যাতে পরিচিতি সভা করতে না পারে, এজন্য রাতেই কমিউিনিটি সেন্টারের মালিককে চাপ দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

এদিকে পরিচিতি সভায় অপ্রতিকর ঘটনা ঘটতে পারে এ আশংকায় সকালে সেখানে পিরোজপুর সদর থানা থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

তবে সভাস্থলে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানার পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles