পিরোজপুর সদর উপজেলার আলামকাঠীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ এবং শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
রবিবার সকালে মন্ত্রীর পক্ষে আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া ৫টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে নগদ ৫০ হাজার টাকা করে দুই লাখ ৫০ হাজার টাকা এবং শীতবস্ত্র হস্তান্তর করেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস. এম. বায়েজিদ আহম্মেদ। এছাড়া এদিন পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থ উক্ত ৫ পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।