পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। জিটিভি ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি মিজানুর রহমান রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি মিষ্টিভাষী, বিনয়ী ও পরোপকারী এ সাংবাদিক সহকর্মীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
অসুস্থ মিজানুর রহমান বর্তমানে ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শনিবার তার কেমোথেরাপী চিকিৎসা শুরু হবে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে। তার রোগমুক্তির জন্য পিরোজপুর প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও দোয়া কামনা করেছেন। মিজানুর রহমান পিরোজপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ছাড়াও পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সাধারন সম্পাদক। প্রতিটি সংগঠনে সাংবাদিক মিজানুর রহমান সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছে।
আজ- শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ