আজ- সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পিরোজপুরের মানববন্ধন

পিরোজপুরের কাউখালীতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসার ওহায়িদা খানম সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হওয়ায় দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন চত্ত্বরে অ ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। উক্ত প্রতিবাদ মানবন্ধন কর্মসূচী সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, চিরাপাড়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সমাজ সেবক আঃ লতিফ খসরু।
উপস্থিত সবাই বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে সরকারী কর্মকর্তাদের নিরাপত্তার জোর দাবী জানান।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ