
টেরিজা মে
২৪ মে কনজারভেটিভ পার্টি প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন টেরিজা মে। সিদ্ধান্ত বাস্তবায়ন করায় মে অধ্যায়ের শেষ ধাপে ঢুকলো যুক্তরাজ্য। এরই মধ্যে নতুন দলনেতার খোঁজ শুরু করেছে ক্ষমতাসীন দল।
শুক্রবার থেকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় পাবেন এমপিরা।
ক্ষমতায় আসার পর দুই দফা আনাস্থা ভোট আর কয়েক দফায় ব্রেক্সিটের খসড়া চুক্তি বাতিলের কারণে টেরিজা মের জনপ্রিয়তা তলানিতে পৌঁছায়। এর জেরে দলীয় প্রধানের পদ ছাড়তে হচ্ছে মেকে। ২০১৬ সালে ডেভিড ক্যামেরনের পর একই ইস্যুতে টেরিজা মে কে-ও বিদায় জানালো কনজারভেটিভরা।
জুলাইয়ের মধ্যে টেরিজা মের অধীনেই দলনেতা নির্বাচন করবে ক্ষমতাসীন দল। আর দ্রুত খুঁজে নেয়া হবে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। যদিও ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরের চ্যালেঞ্জ অপেক্ষা করছে মের উত্তরসূরির জন্য।