আজ- শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশকে ‘হুমকি’ হিসেবে দেখছেন ইংল্যান্ড অধিনায়ক

.

ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান

বাংলাদেশকে নিয়ে এখন আরও সতর্ক বিশ্বকাপের দলগুলো। ক্রিকেটের বিশ্ব আসরের প্রথম দুই ম্যাচেই টাইগাররা বার্তা দিয়েছে, তারা এখন কতটা শক্তিশালী দল। ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান তাই ভীষণ সাবধান— বাংলাদেশকে ‘হুমকি’ হিসেবে দেখছেন তিনি।

এবারের বিশ্বকাপের ‘হট’ ফেভারিট ইংল্যান্ড। একে ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর দল, এর ওপর আবার ঘরের মাঠেই নেমেছে তারা। পাকিস্তানের বিপক্ষে হারের ধাক্কা কাটিয়ে উঠতে বাংলাদেশের বিপক্ষে নামতে যাওয়ার আগে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস পাচ্ছেন মরগান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও কোণঠাসা করে দিয়েছিল তাদের।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের ফর্ম ও বিশ্বকাপের পারফরম্যান্সে খুব সতর্ক মরগান, ‘কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে। ওরা (বাংলাদেশ) দারুণ এক দল। লোকজন তাদের খাটো করে দেখলেও আমরা মোটেও তা করছি না।’

বাংলাদেশের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় অনেকদিন ধরে একসঙ্গে খেলছেন, সব মিলিয়ে টাইগারদের ‘হুমকি’ মনে করছেন ইংলিশ অধিনায়ক, ‘ওদের দলে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছে, যারা একসঙ্গে অনেক ম্যাচ খেলেছে, সেটা এমনকি আমাদের সিনিয়র খেলোয়াড়দের চেয়েও বেশি। তাই তারা আমাদের জন্য হুমকি। তবে আশা করছি ভালো খেলে উতরে যেতে পারব।’

বিভাগ: আন্তর্জাতিক,খেলার খবর,সারাদেশ