পিরোজপুরের মঠবাড়িয়ায় গলাকাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার দক্ষিন ভেচকি সুলতান হাওলাদারের বাড়ির দক্ষিন পাশের ধানক্ষেত থেকে ওই লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। তার পরনে জিন্স প্যান্ট ও কালো রং এর জ্যাকেট ছিল।
মঠবড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে লাশটির ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হবে। ধারনা করা হচ্ছে লাশটি ২৫/২৬ বছর বয়সের কোন যুবকের। তার পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।
স্থানীয় ইউপি সদস্য হানিফ মাল জানান, রবিবার বিকেলে স্থানীয় কৃষকরা ধানক্ষেত দিয়ে যাবার সময় সেখানে মাটি চাপা অবস্থায় লাশটি দেখতে পেয়ে আমাকে জানান। আমি এ খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেয়া অবস্থায় অজ্ঞাত ওই যুবকের গলাকাটা লাশটি উদ্ধার করেন।