আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

পিরোজপুরে জেলা পুলিশের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। সোমবার বিকালে জেলা পুলিশের আয়োজনে ৩৭জন পুলিশ ও ২জন সাংবাদিক মোট ৩৯ জন মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এর সভাপত্বি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (অপরাধ ও প্রশাসন ), জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা এম এ রাব্বানি ফিরোজ , পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ ।পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান এসময় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের ডাকে মুক্তিযোদ্ধারা যুদ্ধে অবতারিত হন । তাদের ত্যাগের কারনে আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, নিজেদের মত প্রকাশ করতে পারছি এবং স্বাধীনভাবে ভাবতে পারছি। এই বিজয়ের দিনে সকলে এক হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে চেষ্টা ছিল সেই লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করি । অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন । এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ( মঠবাড়িয়া সার্কেল) কে. এম মোস্তফা স্বপন সহ জেলা পুলিশের সকল কর্মচারী ও সাংবাদিকবৃন্দ । পরে উপস্থিত ৩৯ জন মুক্তিযোদ্ধাদের হাতে ফুল ,ক্রেষ্ট ও উপহার তুলে দেয়া হয় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles