আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

খেলাধুলা মনকে সতেজ রাখে -পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেছেন, খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে । সকল অপরাধ থেকে দূরে রাখে পাশাপাশি শরীর ও স্বাস্থ্যগত দিকের উপকারিতা তো আছেই । জাগতিক জীবনের কাজের কারনে খেলাধুলা থেকে আমরা দুরে চলে যাচ্ছি । তার মধ্যেও সময় করে খেলাধুলা করা উচিৎ । তাছাড়া খেলাধুলায় যে আনন্দ হয় তা মনকে প্রফুল্ল রাখে । তাছাড়া বিজয়ের মাসে এই প্রীতি ম্যাচ বিজয়ের উল্লাসেরই বহিঃপ্রকাশ । মঙ্গলবার সকাল ১০টায় জেলা পিরোজপুর জেলা ষ্টেডিয়ামে বিজয় দিবস উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ ও ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি টি-টুয়েন্টি ক্রিকেট খেলার উদ্বোধনী সময় এসব কথা বলেন পিরোজপুরের পুলিশ সুপার ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (অপরাধ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা এম এ রাব্বানি ফিরোজ , জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলম মাওলা নকিবসহ জেলা পুলিশের সকল কর্মচারীবৃন্দ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (অপরাধ ও প্রশাসন)।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,বিনোদন,ব্রেকিং নিউজ,লাইফ স্টাইল,সারাদেশ