নিহত জলিল হাওলাদার (৪৮) উপজেলার কালাইয়া গ্রামের মোহাম্মাদ আলী হাওলাদারের ছেলে। এলাকার মানুষ তাকে ‘রগকাটা জলিল’ হিসেবে চেনে।
জলিলের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতির অন্তত ছয়টি মামলা রয়েছে বলে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ মাইনুল হোসাইন জানান।
তিনি বলেন, “কে বা কারা দক্ষিণ ইন্দুরকানী মিল বাড়ি এলাকায় জলিলকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা পুরিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।“
ওসি হাবিবুর রহমান বলেন, জলিলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।