আজ- বুধবার, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে দারুল কুরআন মহিলা আলিম মাদরাসায় বই উৎসব

সারা দেশের ন্যায় এবারও ইংরেজি নতুন বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক উৎসব পালন করছে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদরাসা। এবারের এই বই উৎসবে শিক্ষার্থীর সঙ্গে শিক্ষক অভিভাবকও অংশ নেয়, ছাত্র-ছাত্রীরা আনন্দ-উল্লাস করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক এর হাত থেকে নতুন বই পেয়ে তারা আনন্দে উদ্বেলিত হয়। মাদরাসার শিক্ষার্থী সবাই নতুন বই উঁচু করে নাড়তে থাকে। তখন সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি সালমা রহমান হ্যাপি সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,শিক্ষাঙ্গন,সারাদেশ