আজ- বুধবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে বার-কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী তালিকা ভুক্তির দাবীতে মানববন্ধন

আইনজীবীদের সর্বোচ্চ সংস্থা বার-কাউন্সিলের ২০১৭-২০ সালের প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকা ভুক্তির দাবীতে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। পিরোজপুর বার এসোসিয়েশন প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ আইন শিক্ষানবিশ এর ব্যানারে আয়োজিত দেশব্যাপি মানববন্ধনের অংশ হিসাবে আজ মঙ্গলবার সকাল ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বক্তব্য রাখেন, প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী মোস্তাফিজুর রহমান সোহাগ, কাজী মাহবুব মোর্শেদ, আশুতোষ রায় মানষ, কামাল হোসেন, রহমত উল্লাহ, শহিদুল ইসলাম ও জাহিদ হোসেন প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে বার-কাউন্সিলের ২০১৭-২০ সালের প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে তালিকা ভুক্তির দাবী জানিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট মানবিক হস্তক্ষেপ কামনা করেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ