আজ- মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে শ্রমিক ও নিম্ম আয়ের অসহায় মানুষের মাঝে দৈনন্দিন খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরে মরনব্যাধি করোনাভাইরাস প্রতিরোধ কর্মসূচিতে শ্রমিক ও নিম্ম আয়ের অসহায় মানুষের মাঝে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপির ব্যাক্তিগত উদ্যোগে বিনামূল্যে দৈনন্দিন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় তার পক্ষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধাপরণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম বায়েজিদ হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ তৌহিদুল ইসলাম হিরু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো-চাল, ডাল, আলু, লবণ ও তেল। শনিবার সকালে জেলাব্যাপী ব্যাপক শহরের বিভিন্ন স্পটে রিকশাওয়ালা, শ্রমিক ও অসহায় দুস্থ্য নারী-পুরুষের মধ্যেও করোনা সংক্রমন প্রতিরোধে জীবানুমুক্ত উপকরনাদি সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,রাজনীতি,সারাদেশ