আজ- শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পরিষদের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে এক জরুরী সভা

পিরোজপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পরিষদের গৃহীত কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে এক জরুরী সভা করেছে। আজ শনিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে এ জরুরী সভা করেন জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু সহ প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ।
করোনা ভাইরাস প্রতিরোধে জেলা পরিষদ থেকে জেলার ৭ টি উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মধ্যে ২০ হাজার লিফলেট, ২০ হাজার পিচ মাক্স, ১৬ হাজার পিচ হ্যান্ডগ্লোভস, ৭ হাজার পিচ হ্যান্ড স্যানেটাইজার, ৫ হাজার পিচ সাবান বিতরণ করা হবে।
এছাড়াও ৩ হাজার শ্রমিক ও নি¤œ আয়ের অসহায় মানুষের মধ্যে দৈনন্দিন ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ৫০০ গ্রাম লবন বিতরণ করা হবে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ