আজ- মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পিরোজপুরে ৬৮০০ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করলো জেলা পরিষদ

পিরোজপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের বিভিন্ন পেশাজীবীর মাঝে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রীর খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যদ্রব্য বিতরণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদকে সামনে রেখে জেলা পরিষদের উদ্যোগে জেলার ৬ হাজার ৮০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেমাই, দুধ, চিনি, সুজি, আটা, মাস্কসহ ১১টি আইটেমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ