পিরোজপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের বিভিন্ন পেশাজীবীর মাঝে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রীর খাদ্যদ্রব্য ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যদ্রব্য বিতরণ করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। এ সময় জেলা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদকে সামনে রেখে জেলা পরিষদের উদ্যোগে জেলার ৬ হাজার ৮০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেমাই, দুধ, চিনি, সুজি, আটা, মাস্কসহ ১১টি আইটেমের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ