আজ- সোমবার, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ফারহান লঞ্চের গ্রেফতারকৃত দুই কর্মচারীকে আদালতে প্রেরণ

এমভি ফারহান-৯ লঞ্চ এর মাস্টার আব্দুল হামিদ ও সুকানি খন্দকার আফতাব আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ফেওজদারী কার্যবিধি ৫৪ ধারায় তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গতকাল রাতে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে এমভি ফারহান-৯ লঞ্চ এর মাস্টার আব্দুল হামিদ ও সুকানি খন্দকার আফতাব আলীকে আটক করে সদর থানা পুলিশ।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, তাদেরকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে গ্রেফতার করে আজ দুপুরে ফেওজদারী কার্যবিধি ৫৪ ধারায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য রোববার রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর মাঝের চর এলাকায় বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী ফারহান-৯ লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুই যাত্রী নিহত এবং আরও অন্তত আটজন আহত হয়।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ