আজ- রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

spot_img

সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের জুতা পায়ে শহীদ মিনারের উপর হাটা-হাটি ফেসবুকে ভাইরাল

ভাষা শহীদ দিবস পালনের একদনি আগে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজমের জুতা পায়ে শহীদ মিনারে হাটা-হাটি ফেসবুকে নিন্দার ঝড় তুলেছে। মহান ২১ ফেব্রুয়ারী বাংলাদেশ সহ বিশ^ যেখানে ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার গুলোতে ফুলেল শ্রদ্ধা দিবে, সেখানে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজমের শহীদ মিনারে জুতা পায়ে ওঠা নিয়ে নানা প্রশ্নের জন্ম নিয়েছে পিরোজপুর প্রশাসনিক, রাজনৈতিক ও সাধারণ মানুষের মাঝে।

নাম না প্রকাশ শর্তে সরকারি সোহরাওয়ার্দী কলেজের এক বিভাগের বিভাগীয় প্রধান জানান, বর্তমান কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম শিক্ষা জীবণে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের পড়াকালীন সময়ে বিশ^বিদ্যালয় শাখার ছাত্র শিবিরের ক্যাডার ছিলেন।
বিশ^বিদ্যালয় হল গুলোতে শিক্ষার্থীদের মাঝে জোড় করে ফোকাস গাইড বিক্রি করতেন বলে ছাত্র তার একই হলে থাকা তৎকালীন এক শিক্ষার্থী বর্তমানে এই কলেজের এক শিক্ষক তা জানান।
অভিযোগ আরো আছে যে কলেজে শিক্ষকতা শুরুতেও তিনি স্বাধীনতা বিরোধী বিভিন্ন শিক্ষক পরিষদের সাথেও সম্পর্কিত ছিলেন।
তবে এ বিষয়ে সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজমের যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles