আজ- শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

অনুপ্রবেশকারীরা যেন স্থান না পায় সে ব্যাপারে সজাক থাকতে হবে …… গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, দলে যাতে অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে সে ব্যাপারে দলীয় নেতাকর্মিদের সজাক থাকতে হবে। বিভিন্ন দল থেকে আশা অনুপ্রবেশকারীরা দলে ঢুকে নিজেদের মধ্যে সংঘাত ও বিশৃংখলা সৃষ্টি করবে। তাই অনুপ্রবেশকারীদেরকে দলে স্থান দেওয়া হবে না। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দলে থাকবেন আর দলের সিদ্ধান্ত বিরোধী কাজ করবেন, তা হবেনা। জননেত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এধারা অব্যহত রাখতে আওয়ামীলীগের সকলক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অ্যাডভোকেট এস এম ফুয়াদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম মুইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, পৌরসভার মেয়র গোলাম কবির, পৌর আওয়ামীলীগের সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

বিভাগ: অন্যান্য,জাতীয়,বরিশাল বিভাগ,রাজনীতি,সারাদেশ