আজ- বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“আগে মেহনতি মানুষের চুলায় আগুন জলবে তারপর আমার”- পৌর মেয়র হাবিবুর রহমান মালেক

“আগে মেহনতি মানুষের চুলায় আগুন জলবে তারপর আমার”, বললেন পিরোজপুর পৌর সভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের এই ক্রান্তি লগ্নে দেশের বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসছে মেহনতি মানুষের পাশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সারা দিয়ে  এবার পিরোজপুরের পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেকের এক ঘোষণায় হাসি ফুটেছে দৈনন্দিন খেটে খাওয়া মানুষ মুখে।
রোববার তিনি তার পৌর এলাকার জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের ঘরে আগে চুলা জলবে তারপর আমার। অনাহারে কোন মানুষ থাকবে না। করোনা ভাইরাস নিয়ে তিনি রোববার এক জরুরি বৈঠকে বলেছেন, পৌরসভার দিন মজুর, ছোট ছোট দোকানদার,কর্মক্ষম মানুষদের জন্য ৪০মেট্টিক টন চাল ব্যক্তিগত টাকা দিয়ে কিনেছি। তার সাথে ডাল, আলু। তিনি আরো বলেন, এ সব বাড়ি বাড়ি গিয়ে দেয়া হবে। তবে নির্দিষ্ট দূরত্ব এবং নীতি মেনেই তা করবেন বলেও তিনি জানান। আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। সরকারের ঘোষিত নির্দেশনা না মেনে চললে। তাক অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। এর আগে তিনি পৌর এলাকার করোনা রোধে প্রতিটি ওয়ার্ড এবং রাস্তার মোড়ে মোড়ে হাত ধোয়ার জন্য অস্থায়ী বেসিন বসান।তিনি আরো বলেন, কেউ গুজব বা আতঙ্ক ছড়াবেন না। পর্যাপ্ত খাদ্য আছে। সর্তকতার সাথে থাকুন। প্রয়োজন এ সরাসরি আমাকে জানান।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ