আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ইন্দুরকানী থেকে দুই উপজেলায় ধান কাটা শ্রমিক প্রেরণ

ইন্দুরকানী থেকে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ধান কাটা শ্রমিক প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে এ সকল শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাস যোগে নাজিরপুর ও উজিরপুরে প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনা অনুযায়ী বোরো ধান কাটার জন্য আমাদের উপজেলা থেকে ১৭ জন কৃষি শ্রমিক দুই উপজেলায় প্রেরণ করা হয়েছে। এছাড়াও ১০০ শ্রমিককে বিভিন্ন উপজেলায় প্রেরণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে তাদের প্রেরণ করা হবে। শ্রমিকদের যাবতীয় খরচ বহন করেছে উপজেলা প্রশাসন। শ্রমিকরা প্রেরিত উপজেলায় উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে যাবেন। তিনি বাকি ব্যবস্থা গ্রহণ করবেন। উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি, স্বাস্থ্য বিভাগ ও ইন্দুরকানী থানার যৌথ ব্যবস্থাপনায় এসকল শ্রমিক প্রেরণ করা হয়। সকল শ্রমিককে স্বাস্থ্য বিধি মেনে চলতে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা, ডাঃ মেহেদি হাসান, ইন্দুরানী থানার ওসি হাবিবুর রহমান।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ