আজ- রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নানা কর্মসূচীর মধ্য দিয়ে পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় শহরের সিও অফিস মোড়ে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো: সাইদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।

এসময় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি, সংরক্ষিত সংসদ সদস্য শেখ এ্যানি রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন, সদর উপজেলা পরিষদ, জেলা তথ্য অফিস, সড়ক বিভাগ, এলজিইডি বিভাগ, জেলা শিক্ষা অফিস সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী অফিস এর কর্মকর্তাগন জাতির পিতার প্রতিকৃতি বেদীতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পর্যায়ক্রমে আওয়ামীলীগ এর বিভিন্ন অংঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ওলামালীগ, তাতীলীগ, মৎস্যজীবীলীগ সহ সকলে পুষ্পমাল্য অর্পন করেন।

পুষ্পমাল্য অর্পন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি দোয়া করেন জেলা প্রশাসক।

পুষ্পমাল্য অর্পন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,রাজনীতি,সারাদেশ