আজ- বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নারী ও শিশুর প্রতি সহিংসতা, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে পিরোজপুরের অলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানীতে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলার পাড়েরহাট সম্মিলিত মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন পরিকল্পনা, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি), ভিশনঃ ২০২১ ও ২০৪১ এর লক্ষে ও অর্জন সমূহ অটিজম, তথ্য অধিকার, ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ইভটিজিং ও যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, গুজব, জঙ্গিবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয়ে স্কুলের শিক্ষার্থী ও অভিবাবকদের অবহিতকরনের লক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ। এসময় বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা শেখ মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীলিপ কুমার মন্ডল, সহকারি শিক্ষক সিদ্ধার্থ শংকর হালদার, সাবিনা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা সহকারি তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার। অনুষ্ঠান শেষে গণযোগাযোগ অধিদপ্তরের শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,শিক্ষাঙ্গন,সারাদেশ