আজ- বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পাঁচ যুবকের ১০ বছর কারাদন্ড

পিরোজপুরের কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের একটি ডাকাতির মামলায় পাঁচ জনকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন পিরোজপুর আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন। সোমবার জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- কামরুল ইসলাম ওরফে নাঈম, আরিফ হোসেন, আনিস, আতিক ও আরিফ। আসামীদের বয়স ৩০ বছর থেকে ৪০ বছর।

জানা গেছে, ২০১২ সালের ২৬ জুলাই দন্ডপ্রাপ্তরা ওই গ্রামের নজরুল ইসলাম খানের বাড়ীতে ডাকাতি করে। সাক্ষ্য প্রমাণে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছে। রাষ্ট্রপক্ষে পিপি খান মো. আলাউদ্দিন ও আসামী পক্ষে এডভোকেট ফাতেমা বেগম লাকী মামলা পরিচালনা করেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,সারাদেশ