আজ- বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৬ শতাধিক দোকানের এক মাসের ভাড়া মওকুফ

পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা ভাইরাসের প্রভাবে লক ডাউনের কারণে দির্ঘদিন দোকান বন্ধ থাকায় দোকান ভাড়া মওকুফ করে উদারতার দৃষ্টান্ত রাখলেন কে এম লতীফ ইনষ্টিটিউশন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার চার দফায় ৩১ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে । এ সময়ের মধ্যে জনগণকে ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ার পৌরশহরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কে এম লাতীফ ইনষ্টিটিউশনের মালিকাধীন সুপার মার্কেটের প্রায় ৬০০ টি দোকানও দীর্ঘদিন বন্ধ থাকায় এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। সম্প্রতি ম্যনেজিং কমিটির এক জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। দোকানগুলোর মোট মাসিক ভাড়া ৫ লাখ ১০ হাজার টাকা। কে.এম লাতীফ ইনষ্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে সরকারি নির্দেশনা ও লক ডাউনে থাকা মার্কেটের সব দোকান ঘর বন্ধ থাকায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সে বিষয়টি মানবিক বিবেচনায় রেখে এপ্রিল মাসের ভাড়া মওকুফ করা হয়েছে। কে.এম লাতীফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান জানান, সম্প্রতি ম্যনেজিং কমিটির জরুরী সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,সারাদেশ