আজ- শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে আলোচিত কলেজ ছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবীতে সহ-পাঠীদের মানববন্ধন

পিরোজপুরের নাজিরপুরে আলোচিত কলেজ ছাত্রী লামিয়া হত্যার বিচারের দাবীতে মানববব্ধন করেছে সহপাঠী সহ স্থানীয়রা। আজ মঙ্গলবার দুুপুরে উপজেলা পরিষদ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারী বঙ্গমাতা কলেজের অধ্যক্ষ ঠাকুরচাঁদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলা সদরের সরকারী বঙ্গমাতা মহিলা কলেজ, নাজিরপুর ডিগ্রী কলেজ, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও নিহত লামিয়ার সহপাঠীরা সহ স্থানীয়রা এ মানববন্ধনে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: তরিকুল ইসলাম চৌধুরী, নিহত লামিয়ার মা রাজিয়া বেগম, সহপাঠী আছিয়া আক্তার।

এ সময় বক্তারা বলেন, লামিয়া হত্যার সাথে জরিত সকল আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে অতি দ্রুত দৃষ্ঠান্তমূলক বিচার করা হোক। অবিলম্বে মামলার প্রধান আসামী তরিকুলকে মৃত্যুদন্ড রায় ঘোষণা করে তা কার্যকর করার দাবী জানায় সহপাঠিরা।

উল্লেখ্য, নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের নজরুল ইসলাম খান এর মেয়ে লামিয়া আক্তার (১৮) উপজেলার সরকারী বঙ্গমাতা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। সে গত ৬ নভেম্বর নিঁখোজ হয়। এ ঘটনায় লামিয়ার পরিবার গত ২৫ নভেম্বর নাজিরপুর থানায় একটি সাধারন ডায়রী করে। এরপর ১২ মার্চ রাতে লামিয়ার ঘরের সামনে একটি চিরকুট পাওয়া যায়। সেই চিরকুটের সূত্র ধরে পুলিশ ১৩ মার্চ সোমবার দুপুরে লামিয়ার পাশের গ্রামের সাতকাছিমার মোজাহার মোল্লার বাড়ির বালুর মাঠ খুঁড়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী প্রধঅন আসামী তরিকুল সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,সারাদেশ