আজ- সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা তথ্য অফিস এর আয়োজনে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় জেলার ইন্দুরকানী উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার ইন্দুরকানী উপজেলার ১১নং টগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

নারী সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার গেস্ট অব অনার হিসেবে ভারচুয়ালে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। জেলা তথ্য অফিসের উপ-পরিচালক লেলিন বালা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, ইন্দুরকানি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম, পিরোজপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন। ইন্দুরকানি সরকারি উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আহসান। ১১নং টগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার মুকুল।

এ সময় বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ডেঙ্গু সচেতনতা, স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টিবিশেষ উদ্যোগ, ভিশন-২০৪১, ৪র্থ শিল্পবিপ্লব, সন্ত্রাস, গুজব, অপপ্রচার, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ, শিশুদের মোবাইল আসক্তি ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করেন।

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,ফিচার,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,শিক্ষাঙ্গন,সারাদেশ