আজ- বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে দলিত সমপ্রদায়ের পুরুষেরা ছায়াশ্রমে ভাল নেই

পিরোজপুর জেলার সদর রোডে দীর্ঘ দিন ধরেই দলিত সম্প্রদায়ের লোকজন জুতা তৈরি, মেরামত ও বিক্রি করে আসছেন। তারা প্রতিনিয়ত এই কাজ গুলোর মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় দোকান ও জেলার বাইরের দোকানে মুচিরা নিজেদের তৈরি জুতা বিক্রি করেন। বিক্রয়করা দোকান থেকে তাদের তৈরি পণ্যের দাম বেশিরভাগ সময়েই ন্যায্য ভাবে পান না। আবার দেখা যায়, তাদের এই জুতা তৈরি ও মেরামতের জন্য তাদের যে অর্থ ব্যায় হয় তা এর থেকে পাওয়া যায় না। এ ব্যাপরে দ্বিলিপ কুমার দাস জানান, দলিত সম্প্রদায়ের জন্য যদি কোনো কোঠা তৈরি করা হয় আর সেই কোঠার সাহায্যে আমাদের সন্তানরা চাকরীর সুযোগ পায় সেটা আমাদের জন্য ভালো হয়। বর্তমার বাজারে বিভিন্ন পণ্যের দাম উর্ধ্ব গতিতে থাকার কারনে আমাদের বিভিন্ন পণ্য কেনা কাটা দুঃস্বাধ্য হয়ে পড়ছে দিন দিন। যার কারনে আমাদের জীবন যাপন পরিচালনা প্রতিনিয়তই কষ্ট সাধ্য হয়ে পড়ছে। আর বর্তমানে আমাদের এই বাজারে টিকে থাকাও অনেক কষ্টকর হচ্ছে। এ বিষয়ে কারিগর সঞ্জয় দাস জানান, আমরা প্রতিনিয়তই এই ব্যবসাকে কেন্দ্র করে বেচে থাকি। কিন্তু আমাদের এই ব্যবসার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কারণ আমরা ক্রয় করে মেরামত ও তৈরি করে বিক্রয় করতে গেলে ন্যায্য দাম পাচ্ছি না।

বিভাগ: লাইফ স্টাইল