আজ- মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভোধনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে জনগনের দোরগোড়ায় সেবা প্রদানের গৃহীত পদক্ষেপ সমুহ তুলে ধরতে পিরোজপুরে দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাধবী রায়।

এসময় সরকারী বেসরকারী বিভিন্ন স্টলকে উদ্ভোবনী বিষয়ের জন্য ৩ টি ইনভেনশনে ৯ টি স্টলকে এবং ৩টি প্যাভিলিয়নের ৩টি স্টলকে মোট ১২টি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষা ক্ষেত্রে শিক্ষা অফিস, ২০০ জন গ্রাহককে এক সাথে ফিঙ্গার দিয়ে হাতের মুঠোয় সেবা প্রদানের জন্য জেলা বিআরটিএ অফিস ও ব্যাংকিং ক্ষেত্রে বিশেষ সেবা প্রদানের জন্য কৃষি ব্যাংককে পুরস্কার বিতরণ করা হয়। পিরোজপুর বিআরটিএ এর পক্ষে পুরস্কার গ্রহন করেন পিরোজপুর বিআরটির মোটরযান পরিদর্শক আব্দুল মতিন। এসময় সরকারী বেসরকারী সকল স্টলকে উদ্ভোবনী বিষয়ের জন্য শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।

মেলায় চারটি প্যাভিলিয়নের আওতায় সরকারী ও বেসরকারী অর্ধশতাধিক স্টল মেলায় অংশগ্রহণ করে।

 

বিভাগ: অন্যান্য,জাতীয়,টপ নিউজ,তথ্য প্রযুক্তি,বরিশাল বিভাগ,ব্রেকিং নিউজ,মিডিয়া,লাইফ স্টাইল,শিক্ষাঙ্গন,সারাদেশ